মজিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ পোষ্ট অফিসের কম্পিউটারের মাধ্যমে
পর্ণ গ্রাফী ছবির ব্যবসা করার অভিযোগে পোষ্টমাষ্টারকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা
পুলিশ। দীর্ঘদিন থেকে সরকারী কম্পিউটারে অফিসের কাজ ফাকি দিয়ে পর্ণ গ্রাফী ছবির ব্যবসা
করছিল ওই অফিসের পোষ্ট মাষ্টার । এরই সুত্র ধরে রায়গঞ্জ বাজারে পোষ্ট মাস্টার শহিদুল
ইসলাম ব্যাপারীকে ৩ অক্টোবর অফিস থেকে গ্রেফতার করে। এ সময় একটি কম্পিউটারের
মনিটর ও পিসি জব্দ করে। সে রায়গঞ্জ ইউনিয়নের রাঙ্গালিরবস গ্রামের মৃত মজিবর রহমানের
পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির গ্রেফতারের
বিষয়টি নিশ্চিত করেছেন।