বুধবার , মার্চ ১৫ ২০২৩
Home / সারা দেশ / কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়ি দখল **

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়ি দখল **

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়ি জবর দখল করেছে একটি প্রভাবশালী মহল। অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বসতভিটা উদ্ধার ও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ওই অসহায় পরিবার।

জানা গেছে, ২ অক্টোবর গভীর রাতে জেলার ভূরুঙ্গামারী শহরস্থ দেওয়ানের খামার গ্রামের মোঃ মুসলিম উদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে একই এলাকার জাহাঙ্গীর আলী গং। এছাড়া ওই বাড়িতে থাকা দুই ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র ভাংচুর ও বিনষ্ট করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দিশা না পেয়ে বাড়ির মালিক ও দুই ভাড়াটিয়া নিরাপত্তা চেয়ে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলেও তা আমলে নেয়নি থানা কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ওই মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটার ৮ শতক জমি দীর্ঘদিন যাবত দাবি করে দখলের পাঁয়তারা চালাচ্ছিল একই এলাকার প্রভাবশালী জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও শফিয়ার রহমান গং। এতে ওই মুক্তিযোদ্ধা পরিবার বাদী হয়ে আদালতে মামলা করে। যার পিটিশন নং-৫৭/১৯, তাং-২৪/০৮/১৯। মামলার প্রেক্ষিতে আদালত থেকে উক্ত বিদ্যমান জমিতে কোনো প্রকার দখল বা নির্মাণ কাজ না করার জন্য নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়ে গভীর রাতে সংঘবদ্ধভাবে ওই জমি জবরদখল করে।

এ ব্যাপারে বসতভিটার মালিক মুসলিম উদ্দিন জানান, ৩ মাস থেকে আমার ক্রয় করা জমিটি দখলের চেষ্টা করে আসছে এলাকার জাহাঙ্গীর, জামাল ও শফিয়ার। আমি ও আমার ভাড়াটিয়া দুই পরিবারের নিরাপত্তা চেয়ে ভূরুঙ্গামারী থানায় বিষয়টি লিখিত অভিযোগ দিলে ওসি সাহেব উল্টো আমাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং বলে আমি কোনো প্রকার আইনি সহযোগিতা দিতে পারব না।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির অভিযোগ গ্রহণ না করার বিষয়টি অস্বীকার করেন।

কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মেনহাজুল আলম বলেন, কেউ অভিযোগ করবে আর ওসি তা গ্রহণ করবে না এটা হতে পারে। অভিযোগ আমলে না নেয়ার বিষয়টি দেখবেন বলে তিনি আশ্বস্ত করেন।

About admin

Check Also

কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে রমজান উপলক্ষে বাজার তদারকি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুল আরীফ মহোদয়ের নির্দেশে ১১ …

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই ব‍্যাপক ক্ষয়ক্ষতি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব‍্যাপক ক্ষয়ক্ষতি …

ফুলবাড়ীতে নারী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *