কাহালুতে ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার **
admin
October 4, 2019
সারা দেশ
144 Views
নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
বগুড়ার কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ যুবক সজীব প্রামানিককে (৩৬) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বোনবোনাই বটতলায় বারোমাইল থেকে চৌমুহনী সড়কের পাকা রাস্তার মোড়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজীব প্রামানিক কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মহিষামুড়া গ্রামের ফরিদ উদ্দিন প্রামানিক পুত্র।বগুড়ার কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সজীবকে গ্রেফতার করা হয়েছে। কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে কুমিল্লার দাউদকান্দি থানায় একই আইনে মামলা হয়েছিল।