মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

উলিপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন এমপি, ডিসি ও পুলিশ সুপার **

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে সোমবার(০৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

পরিদর্শনের সময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন,বিভিন্ন আনন্দের সাথে শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।ধর্ম যার যার উৎসব সবার।

জেলা প্রশাসক(ডিসি) মোছাঃ সুলতানা পারভীন বলেন,জেলার সকল পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সরকারি ভাবে পূজা মন্ডপের জন্য যে বরাদ্দ ছিল তা পৌঁছে দেয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন,দূর্গা পূজার উৎসব শান্তি,সুষ্ঠ ও নিরাপত্তা সহ পালনের জন্য জেলা পুলিশ বিভন্ন উদ্যোগ গ্রহন করেছে।প্রত্যেকটি পূজা মন্ডপে পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য নিয়োজিত আছে।সমগ্র জেলায় পুলিশের বিভিন্ন টহল টিম ও চেকপোষ্টসহ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং ব্যাবস্থা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।

অতিথিবৃন্দ হিন্দু ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং আরতি অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *