
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সোমবার(০৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
পরিদর্শনের সময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন,বিভিন্ন আনন্দের সাথে শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।ধর্ম যার যার উৎসব সবার।
জেলা প্রশাসক(ডিসি) মোছাঃ সুলতানা পারভীন বলেন,জেলার সকল পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সরকারি ভাবে পূজা মন্ডপের জন্য যে বরাদ্দ ছিল তা পৌঁছে দেয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন,দূর্গা পূজার উৎসব শান্তি,সুষ্ঠ ও নিরাপত্তা সহ পালনের জন্য জেলা পুলিশ বিভন্ন উদ্যোগ গ্রহন করেছে।প্রত্যেকটি পূজা মন্ডপে পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য নিয়োজিত আছে।সমগ্র জেলায় পুলিশের বিভিন্ন টহল টিম ও চেকপোষ্টসহ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং ব্যাবস্থা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।
অতিথিবৃন্দ হিন্দু ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং আরতি অনুষ্ঠান উপভোগ করেন।