
ইব্রাহীম খলিল তুহিন,রংপুর প্রতিনিথিঃ
রংপুরের গঙ্গাচড়ায় নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) গঙ্গাচড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে রাজমিস্ত্রি ছাবের আলী ও তার স্ত্রী মুক্তারা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, সংসারে অভাব অনটনের কারণে প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকতো।