
কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে জাতীয় শ্রমিক লীগ’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে
পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি,
আলোচনা সভা ও আনন্দ র্যালি করে কুড়িগ্রাম জেলা জাতীয় শ্রমিক লীগ।
শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক
অর্পণ শেষে অনুষ্ঠিত সভায় জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা
শাখার সিনিয়র সভাপতি শ্রমিক নেতা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে
বক্তব্য রাখেন- সহসভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক
সহিদুজ্জামান রাছেল, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আব্দুল লতিফ,
গোলাম রব্বানী, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর আমিন
মিলন, রজব আলী বিপুল, সফিয়ার রহমান, পৌর শাখার যুগ্ম আহ্বায়কএরশাদুল হক প্রমুখ।
সভায় বক্তারা সকলকে একনিষ্ঠভাবে কাজ করে দলকে আরো এগিয়ে নেয়া
এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কাজে
সকলকে সামিল থেকে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপান্তর করতে
আহ্বান জানান।