হবিগঞ্জের মাধবপুরে চলন্ত বাসে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাসের সুপারভাইজার মানিক মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মানিক নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি পরিবার এনা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৫১) ঢাকা যাচ্ছিল। বাসটি শায়েস্তাগঞ্জ অলিপুর পার হওয়ার পর সুপারভাইজার কৌশলে শিশুটিকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার দিলে উত্তেজিত যাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে মারধর করেন।
যাত্রীরা মাধবপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে গাড়ি থামিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা সুপারভাইজার মানিক মোল্লাকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেছেন।