
উলিপুর ,(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার(১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ উপলক্ষে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি,জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্যে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নিবারক সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে সহকারী কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজ-উদ-দৌলা,উপজেলা ফায়ার সার্ভিসের ওয্যার হাউজ ইন্সপেক্টর নাজমুল হাসান প্রমুখ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ উপলক্ষে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সন্ধায় চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।