
মাহফুজার রহমান মাহফুজ ,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগের আয়াজনে এবং মহিদেব যুব কল্যাণ সমিতির রেজিলিয়ন্স প্রকল্পের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবি-র চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত প্রমূখ। এ সময় উপস্হিত ছিলন মৎস্য অফিসার মাহমুদুনবী মিঠু, সমাজসেবা অফিসার আব্দুল মজিদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হাসান সরকার লিটু, সাধারন সম্পাদক জাকারিয়া মিঞা,দি নিউজের জেলা প্রতিনিধি রতিকান্ত রায় ও চ্যানেল ৬৯ টিভির উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগিকান্ডের মতো দুর্যোগে উদ্ধার তৎপরতা বিষয়ক মহড়া প্রদর্শন কর ফায়ার সার্ভিসের কর্মীরা।