
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রৌমারীতে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের উত্তর খাউরিয়ার সুখের চর নামক স্থানে কাঁশবনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী উত্তর খাউরিয়া গ্রামের শাহ আলম প্রামানিকের মেয়ে জেমি আক্তার (১৩)। সে পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, গতবুধ বার সকালে বাড়ি থেকে পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের যায় জেমি আক্তার। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ জন্য রৌমারী থানায় সাধারণ ডাইয়েরী করেন তারা। শনিবার বিকালে উত্তর খাউরিয়ার সুখেরচর নামক কাঁশবনের ভিতর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত ৮ টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামী কাল ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনি প্রকৃয়া চলমান।