
সেলিম সম্রাট, লালমনিরহাট প্রতিনিধিঃ
জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়।
২২ অক্টোবর মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত হয়।
উক্ত র্যালীতে বড়খাতা উচ্চ বিদ্যালয়, বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয় ফকিরপাড়া মহিলা কলেজেরে ছাত্রী,সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
হাতীবান্ধা হাইওয়ের থানার ওসি এনামুল হক প্রধান এর সভাপতিত্বে,এস আই সোলাইমান গনির পরিচালনায়
এছাড়া উপস্থিত ছিলেন,শেরপুর হাইওয়ে থানার এস আই শফিউল ইসলাম ,সার্জেন্ট জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।
সমাপনী বক্তব্যে হাতীবান্ধা হাইওয়ের থানার ওসি এনামুল হক প্রধান বলেন,আগে জীবন পরে জীবিকা নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয় এবং প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হতে থাকে। নিসচার দাবি প্রেক্ষিতে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর স্বীকৃতি পেয়েছে। সড়ক দুর্ঘটনা সকলের কাছে এক আতঙ্কের নাম। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে।
সড়কের মড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনা, যা বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গণমাধ্যম, সুশীলসমাজ, বিভিন্ন সংগঠন, এনজিও, ছাত্রসমাজ, যাত্রী, চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।