ফেসবুক ম্যাসেঞ্জারে বিতর্কিত মন্তব্যের ঘটনায় অভিযুক্ত ভোলার বিপ্লব চন্দ্র বৈদ্য শুভর ভগ্নিপতি বিধান মজুমদার ও কাকাতো ভাই সাগর বৈদ্যকে ফেরত দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের ফেরত দেওয়া হয়।
এর আগে সোমবার রাত ৮টায় চরফ্যাশন উপজেলার রোদের হাট থেকে গোয়েন্দা পরিচয়ে তাদের তুলে নেওয়া হয় বলে দাবি করে শুভর পরিবার। দু্ইজনের ফেরত আসার বিষয়ে সাগরের কাকা অসীম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিধানের বাবা বিনয় মাঝিকে খবর দিয়ে তার কাছে দুইজনকে হস্তান্তর করে। পরে আমরা খবর পেয়ে সাগরকে বাড়িতে নিয়ে এসেছি। তাদের ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুর রহমান। তিনি বলেন, বিধান ও সাগর ফেরত আসার পরে তাদের পরিবার থেকে আমাদের জানানো হয়েছে। নবিধান মজুমদার চরফ্যাশন উপজেলার রোদের হাটে জুয়েলারির ব্যবসা করেন। সোমবার রাতে দোকান থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে এবং বিপ্লবের কাকাতো ভাই সাগার বৈদ্যকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া হয়। এ ঘটনায় বিধানের বাবা বিনয় মাঝি দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।