
রাশিদুল ইসলাম, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে চাকুরী দেয়ার প্রলোভনে নেয়া ঘুষের টাকা ফেরত না দেয়ায় এক মাদ্রাসা সুপারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
জানা গেছে,রাজারহাট উপজেলার ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার সুপার গোলাম রব্বানী ওই মাদ্রাসার সাবেক এমএলএসএস আব্দুল হকের পুত্র মিজানুর রহমানকে এমএলএসএস পদে চাকুরী দেয়ার প্রলোভনে আব্দুল হকের নিকট ৪ লক্ষ টাকা ঘুষ গ্রহন করেন। টাকা নেয়ার পর থেকে চাকুরী না দিয়ে তিনি টালবাহনা করায় আব্দুল হক বাদী হয়ে গত বছর গোলাম রব্বানীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ২/৩ মাস পূর্বে তিনি পুলিশের হাতে ধরা পরার পর টাকা ফেরত প্রদানের প্রতিশ্রæতি দিয়ে আদালত থেকে জামিনে বেড়িয়ে আসেন। পরে এই মামলায় হাজিরা না দেয়ায় তার নামে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল ২৩ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গোলাম রব্বানী পার্শ্ববর্তী লালমনিরহাট জেলা সদরের নয়ারহাট গ্রামের মৃত-আজিজুল হকের পুত্র বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী গোলাম রব্বানীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।