স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না।
শুক্রবার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোলার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে যাদের নাম পাওয়া যাবে তাদের বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। সব অ্যাম্বাসেডররা অনুভব করেন বাংলাদেশ একটি শান্তির দেশ।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে স্পোর্টস স্কুল এবং অ্যাকটিভিস্ট কমিউনিকেশনস লিমিটেড আয়োজিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইরাক, ভুটান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সুইডেন, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ ১৩টি বিদেশি দূতাবাসসহ ১৬টি দল। ১৬ দলের মধ্যে সেরা দুই দলকে নিয়ে শনিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মত বাংলাদেশে কর্মরত জাতিসংঘের একটি দল অংশ নিচ্ছে। স্বাগতিক দল হিসেবে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক পুলিশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়াল্টনের আন্তর্জাতিক বিজনেস ইউনিটের সভাপতি এডওয়ার্ড কিম প্রমুখ।