কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ এ এক অভিযান পরিচালনা করে ৫০ কেজি ওজনের ফিডের বস্তার ওজনে কম থাকায় এর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, জানান, কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ এক অভিযান পরিচালনা করে ৫০ কেজি ওজনের ফিডের বস্তার ওজনে কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ভেটেরিনারি সার্জন ডা: কিশোর কুমার কুন্ডু , কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ অফিস ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।