চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৪ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে। ঢাকাস্থ দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি সহায়তার চেক ও কম্বল প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ হল রুমে যুগান্তর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক গোলাম মাহবুবের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ আলমগীর মোর্শেদ, মোঃ ফখরুল আলম, শহিদুল ইসলাম, সাংবাদিক সোবহান রাব্বি শান্ত প্রমুখ।
উল্লেখ্য, গত মে মাসে বিভিন্ন দৈনিক পত্রিকায় অদম্য মেধাবীদের গল্প হিসেবে “আঁধারের মাঝে আলো ছড়িয়েছে ওরা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে ঢাকাস্থ দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন যুগান্তর প্রতিনিধির মাধ্যমে ১২ মেধাবী শিক্ষার্থীর শিক্ষার ব্যয় বহনের প্রতিশ্রুতি প্রদান করে। অনুরুপভাবে ২০১৮ সালে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছিল। ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের প্রতিমাসে শিক্ষা বৃত্তি সহায়তা প্রদান করবে বলে জানিয়েছিল। সে মোতাবেক ফাউন্ডেশনটির পক্ষ থেকে ২০১৮ সালের ১২ জন ও এবারের ১২ জন মিলে মোট ২৪ জন শিক্ষার্থীকে জন প্রতি ৮ হাজার ৫ শত টাকার চেক ও ২টি করে কম্বল প্রদান করা হয়।
