
মমতাজ সাথী, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা থেকে ১০০ পিচ ইয়াবা ও ২৭ গ্রাম হেরোইনসহ মামনুর রশিদ (৩৪) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুই যুবককে আটক করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।
আটক মামনুর রশিদ মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কাশোপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে এবং সাইফুল ইসলাম একই গ্রামের লবির উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দীন জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী মামনুর রশিদ ও সাইফুল ইসলামকে তাদের নিজ বসত বাড়ি থেকে ১০০ পিচ ইয়াবা ও ২৭ গ্রাম হেরোইন সহ আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।