মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা বকুল হায়দার বকুলকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বকুল সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের হযরত মুন্সীর ছেলে।
তিনি বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক। এর আগে তিনি ইউপি সদস্য ছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাছে দত্তবাড়ি গ্রামের একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের সাইফুল হাজির বাড়িতে একটি সামাজিক দরবারে অংশ নিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন বকুল। সাইফুল হাজির বাড়ির অদুরে একটি সেতুর কাছে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল আটকে তার মাথার ডানপাশে গুলি করে। হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সদর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।