
রাজধানীর হাজারীবাগে মোজা কারখানার শ্রমিক এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। ওই কিশোরীর কথিত প্রেমিক তার বন্ধুদের নিয়ে তাকে ধর্ষণ করেছে। শুক্রবার রাতে হাজারীবাগ বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কিশোরীর মামলার পর শনিবার জড়িত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরী মামলার এজাহারে জানায়, তার সঙ্গে একই এলাকার ভ্যানচালক রনির কয়েক মাস আগে পরিচয় হয়। পরে তাকে প্রেমের প্রস্তাব দেয় রনি। ‘ভণ্ড’ প্রেমিক রনি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরীকে দেখা করার কথা বলে হাজারীবাগ বালুর মাঠ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়।
সেখানে রনি তার দুই বন্ধু নাজির ও সাগরকে নিয়ে তিনজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি জানায়, একজন পাহারা দিয়েছে অন্যজন তাকে ধর্ষণ করেছে। এক পর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, মেয়েটিকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।