
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) করা হয়েছে।
টিআর হিসেবে থাকা কর্মকর্তারা কোনো দায়িত্বে থাকেন না।
গত জাতীয় নির্বাচনের আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব পান হারুন। তার মাস তিনেক আগে গাজীপুর থেকে বদলি হয়ে পুলিশ সদরদপ্তরে এসেছিলেন তিনি।
ঢাকা মহানগর পুলিশে থাকাকালে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় আলোচিত হন হারুন।