মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেল হত্যা দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করেছে উপজেলা আ’লীগ।দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আ’ লীগ নেতৃবৃন্দ। বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগের সভাপতি জনাব আতাউর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক জনাব নুরুল হুদা দুলাল উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন।বক্তারা জেলের অভ্যন্তরে নৃশংশ হত্যাকান্ডের শিকার জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।বক্তব্যকালে জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন বলেল, দেশ রত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসন ব্যবস্হা আজ বিশ্বব্যাপী প্রসংশিত ও অনুকরনীয়।এসময় তিনি শুদ্ধি অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।তিনি নামধারী ও সুবিধাভোগিদের হুশিয়ার করে বলেন, এখনো সময় আছে আ’লীগের সুনাম নষ্ট করার চক্রান্ত পরিহার করুন নইলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা আপনাদের প্রতিহত করতে বাধ্য হবে।আ’লীগের নামে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি করার দিন শেষ।পরে জনাব আতাউর রহমান শেখ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ও সকলকে ধন্যবাদ জানিয়ে জেল হত্যা দিবসের কর্মসূচীর সমাপ্ত ঘোষনা করেন।