দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে বীরগঞ্জ থানা পুলিশ । বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নির্দেশে এসআই তোহিদের নেতৃত্বে এএসআই মঞ্জুরুল, মিজানুর রহমান ও বিষ্টু রায়সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ও বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কিশোর দেবনাথ ও মাদক সেবনকারী রিপন ও শাহাদত হোসেন নামের তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। শনিবার সকাল থেকে অভিযান চলিয়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের সনাতনপাড়ার গোবিন্দ দেবনাথের ছেলে কিশোর দেবনাথ (২৫)কে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ৫পিসসহ হাতেনাতে আটক করেন বীরগঞ্জ থানা পুলিশ। অন্যদিকে মাদক দ্রব্য সেবনের সময় সুজালপুর উল্লাস মোড় থেকে মোঃ আঃ হামিদের ছেলে রিপন (৩৩) ও বগুড়া জেলার কাহালু উপজেলার মোঃ আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৩০) কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে । এব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ২ ও ৩ তারিখ ২/১১/২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২ ধারার অপরাধে ও ৩৬(১)এর টেবিল ১৯(ক)। এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি জানান, মাদক ব্যবসায়ী কিশোর দেবনাথের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে জামিনে বেরিয়ে এসে মাদকের ব্যবসা করেন।