চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দিবসটি উপলক্ষে সমবার বিকালে পত্রিকার পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অফিস কার্যালয় পত্রিকার প্রকাশক সহ-অধ্যাপক আবু হানিফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যান্দন বর্ম্মন, যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন, ভাওয়াইয়া এক্সপ্রেস সম্পাদক রিয়াদুল ইসলাম, প্রেস ক্লাব চিলমারী সাধারন সম্পাদক মামুন অর রশিদ, চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনর্চাজ গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাবিবুল ইসলাম অপু, পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুল হক, সাবেদ আলী মন্ডল, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাওরাত হোসেন সোহেল।