মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাসক পাতা সংগ্রহের উদ্বোধন করলেন, জেলা প্রশাসক **

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে “দারিদ্র্য বিমোচনে পরিত্যক্ত জমিতে বাসক চারা রোপন প্রকল্প”এর আওতায় লাগানো বাসক গাছ থেকে পাতা সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বিকাল ৪ টায় উপজেলার দাসিয়ার ছড়ায় বাসক পাতা সংগ্রহের প্রথম আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোছাঃ সুলতানা পারভিন জেলা প্রশাসক,কুড়িগ্রাম।
বিশেষ অতিথি ছিলেন মোছাঃ জিলুফা সুলতানা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম,জনাব গোলাম রব্বানি সরকার চেয়ারম্যান,উপজেলা পরিষদ, ফুলবাড়ী।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মোছাঃ মাছুমা আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সাথে ইউনিয়ন পরিষদও স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগিদের মাঝে সম্পাদিত চুক্তিপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক মহোদয়। এ সময় তিনি বলেন, বাসক একটি উপকারী গাছ, সঠিকভাবে পরিচর্যা করলে এর মাধ্যমেও দারিদ্র বিমোচন সম্ভব।আজকে বাসকের প্রথম পাতা সংগ্রহ করতে পেরে আমি আনন্দিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ ৬৯ টিভি কে বলেন উপজেলা প্রশাসনের ব্যবস্হাপনায় ইউনিয়ন পরিষদও স্বপ্ন প্রকল্পের সার্বিকতত্ত্বাবধানে দাসিয়ার ছড়ায় প্রায় ২২ কিলোমিটার রাস্তার পরিত্যক্ত জায়গায় ২০১৮ সালের ৩০নভেম্বর ২৫ হাজার ৫ শত টি বাসক চারা রোপন করা হয়।মাত্র ১ বছরে বাসক গাছ থেকে পাতা সংগ্রহ করতে পেরে আমরা আনন্দিত।এসময় তিনি ইউনিয়ন পরিষদ ও স্বপ্ন প্রকল্পের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *