লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হারুন মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালাহ উদ্দিনকে সোমবার রাত ৮ টার দিকে আটক করা হয়।
পুলিশ জানায়, স্কুল চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষক সালাহ উদ্দিন একটি কক্ষে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায় ওই শিশু। এ ঘটনায় সন্ধ্যার দিকে ভুক্তভোগীর মা রামগতি থানায় শিক্ষক সালাহ উদ্দিনকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করে।