কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ছয় ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ ডাকাত দল। এরা সবাই কুষ্টিয়া-ঝিনাইদহ এলাকার বাসিন্দা। বিভিন্ন সময় বিভিন্নস্থানে ডাকাতি করে দ্রুত স্থান ত্যাগ করে তারা। দু’একদিন আগে তারা রৌমারীতে এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে পুলিশ খবর পেয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের বোয়ালমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন- নুরুজ্জামান (৪৩), ফিরোজ (২৬), মিঠু (২২), মিঠুন (৩২), আউয়াল (২৬) ও মো. রতন (৩৪)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান,গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একাধিক মামলাসহ সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে।