
মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলাতে আইসিটি বিস্তার করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা প্রোগ্রামার অনিমেষ চন্দ্র বসুনীয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী প্রোগ্রামার রাহেন বাদশা, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ। সেমিনার সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী প্রোগ্রামার আজমল আফসার। সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক নেতৃবৃন্দ, দাসিয়ার ছড়ায় আইসিটির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন যুবক ও যুবমহিলা।