সোমবার , জানুয়ারি ২০ ২০২৫
Home / জাতীয় / ককপিটে যৌন নিপীড়নের অভিযোগ বিমান পাইলটের বিরুদ্ধে

ককপিটে যৌন নিপীড়নের অভিযোগ বিমান পাইলটের বিরুদ্ধে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটের বিরুদ্ধে ককপিটে ডেকে নিয়ে নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

ক্যাপ্টেন ইশরাত আহমেদের বিরুদ্ধে ওটা ওই অভিযোগ তদন্ত করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের একটি সূত্র জানায়, সম্প্রতি এক কেবিন ক্রু পাইলট ইশরাত আহমেদের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেন, ছয় বছর ধরে ক্যাপটেন ইশরাত তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করছেন। সর্বশেষ গত ২৬ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী ফ্লাইটে তার সঙ্গে নিপীড়নের ঘটনা ঘটান তিনি।

কর্তৃপক্ষর কাছে ই-মেইলে করা অভিযোগে ওই কেবিন ক্রু বলেন, ককপিটে ডেকে নিয়ে পাইলট ইশরাত তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি তার ট্যাব বের করে নারীর নগ্ন ছবি দেখানোর চেষ্টা করেন। হোটেলে গিয়ে সময় কাটানোর প্রস্তাবও দেন।

অভিযোগকারী আরেক ক্রু বলেন, রোববার আমরা বেশ কয়েকজন কেবিন ক্রু এ বিষয়ে তদন্ত টিমের কাছে বক্তব্য দিয়েছি।

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ বিষয়ে  বলেন, পাইলট ইশরাতের বিরুদ্ধে দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কে দোষী আর কে দোষী নয় তা বলা যাবে না।

অভিযোগের বিষয়ে মঙ্গলবার রাতে পাইলট ইশরাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

About admin

Check Also

পোষ্য কোটা বাতিল না করলে এবার রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আজকের মধ্যে সব ধরনের পোষ্য কোটা …

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প ১৬ জেলায় আবেদন ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের …

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, তবে মুক্তি মিলছেনা

ভারতে অবৈধ প্রবেশের মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছে। তবে এই মামলায় জামিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *