রবিবার , এপ্রিল ১৪ ২০২৪
Home / জাতীয় / লবণ কারসাজির সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: কাদের **

লবণ কারসাজির সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: কাদের **

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘লবণ নিয়ে কারসাজি শুরু হয়েছে বলে খবর পেয়েছি। কারসাজির এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এ নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পেঁয়াজের বাজারও নিয়ন্ত্রণে চলে আসছে। দ্রুতই বাজার স্বাভাবিক হয়ে যাবে।’

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘দল ভারী করার জন্য খারাপ লোকদের আনবেন না। তারা বসন্তের কোকিল- ক্ষমতা চলে গেলে পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি টানাবেন না। চাঁদাবাজি চলবে না। টেন্ডারবাজি চলবে না। মাদক ব্যবসা চলবে না। জমি দখল চলবে না। দুর্নীতি চলবে না। দুর্বৃত্তায়নের চক্র ভাঙতে শেখ হাসিনার অ্যাকশন অব্যাহত থাকবে।’

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বলেন, শেষ বেলায় বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কিন্তু বিএনপিকে কোনো ইস্যু দেওয়া হবে না।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, দলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। অনেকেই যোগ্য ছিলেন, আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পবিত্র আমানত রক্ষা করবেন। অনুপ্রবেশকারীদের দলে আনা আত্মহত্যার শামিল। এদিকে নজর রাখতে হবে।

গাজীপুর সিটি মেয়র ও দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সিমিন হোসেন রিমি এমপি, ইকবাল হোসেন অপু এমপি, গোলাম কবির রাব্বানী (চিনু), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি প্রমুখ।

About admin

Check Also

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক …

ঢাকায় ফিরলেন পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় …

পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

দ্বিতীয়বারের মতো পেছানো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *