বরিশালের বানারীপাড়া উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কাওছার হোসেনকে মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কাওছার হোসেন পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার প্রয়াত মো. শহীদের ছেলে।
ট্রাইবুনালের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কাওছার তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা আখতার পাখীকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার দুই বছর আগে কাওছারের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাওছার স্ত্রীকে মারধর করতো বলে মাহমুদার পরিবারের অভিযোগ।
তিনি জানান, হত্যার ঘটনায় নিহতের বোন ময়না বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০১১ সালের ৩০ এপ্রিল বানারীপাড়া থানার উপ পরিদর্শক রুস্তম আলী মৃধা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে কাওছারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।