সোমবার , জানুয়ারি ২০ ২০২৫
Home / সারা দেশ / আবরারের বাবার ইচ্ছায় প্রসিকিউশন টিমে আইনজীবী থাকবে: আইনমন্ত্রী **

আবরারের বাবার ইচ্ছায় প্রসিকিউশন টিমে আইনজীবী থাকবে: আইনমন্ত্রী **

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারে প্রসিকউশন (রাষ্ট্রপক্ষ) টিমে নিহতের বাবার ইচ্ছায় দুইজন আইনজীবী থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান কার্যালয়ে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, আবরার ফাহাদের বাবা বিচারের জন্য প্রসিকিউশন টিমে দুইজন আইনজীবী দিতে চেয়েছেন। তাদের নামও দিয়েছেন। তারাও আদালতে থাকবেন। আইনের ব্যতয় না ঘটিয়ে যত দ্রুত সম্ভব এই হত্যার বিচার কাজ কিভাবে শেষ করা যায়, আমরা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আবরার ফাহাদের বাবাও চেয়েছেন মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয় এবং তাই হচ্ছে।

আনিসুল হক বলেন, আবরারের পরিবারের সদস্যদের জন্য আমার দরজা সব সময় খোলা। বিচার কাজ চলার সময় যদি কিছুর প্রয়োজন মনে হয়, তাহলে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন।

তিনি জানান, ফাহাদ হত্যা মামলার বিচার কাজের গতি দেখে তার বাবা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া আবরার ফাহাদের বাবা আইনানুগভাবে কোনো ভুলত্রুটি না রেখে যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করার বিষয়টি বলেছেন।

গত ১৮ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর আদালত। এ বিষয়ে আগামী ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন মহানগর হাকিম কায়সারুল ইসলাম।

গত ৬ অক্টোবর রাতে বুয়েট শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে ছাত্রলীগের নেতা-কর্মীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় পরদিন আবরারের বাবা বুয়েটের ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন  **

About admin

Check Also

চিলমারীতে ৩০ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে ঢুষমারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার …

চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ …

চিলমারীতে কেয়ার বাংলাদেশের সুফল-২ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত্ব স্কেলিং আপ ফোরকাষ্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *