
মোঃ মাহফুজার রহমান মাহফুজ ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সেনা-কল্যাণ সমিতি’র পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ফুলবাড়ী অবসরপ্রাপ্ত সেনা-কল্যাণ সমিতি’র আয়োজনে ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল(অব:) আমসা-আ-আমিন এর ফুলবাড়ীস্থ বাসভবনের উঠানে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফজলুল হক ত্রিপুলের সঞ্চালনায় ফুলবাড়ী অবসরপ্রাপ্ত সেনা-কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, গোলাম রব্বানী সরকার।
এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো: ওসমান গনি, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), খন্দকার ফুয়াদ রুহানী, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আব্দুল গফুর প্রমুখ।