
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া ও হাসারা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন এতথ্য নিশ্চিত করেছেন।
শ্রীনগর থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ছয়জন নিহত হয়। এছাড়া ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় দুইজন। আহত চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসারা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশের এই দুই কর্মকর্তা।