বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
Home / সারা দেশ / সাহসী সাংবাদিক আকরামকে স্যালুট **

সাহসী সাংবাদিক আকরামকে স্যালুট **

চট্টগ্রামের প্রিয় সাংবাদিক আকরাম হোসেনের মধ্যস্থতায় দেশের প্রথম শীর্ষ অস্ত্রের কারিগর আত্মসমর্পণ করতে যাচ্ছে আগামিকাল শনিবার ২৩ নভেম্বর। মহেশখালী উপজেলার কালারমারছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। যা হবে এদেশের জন্য একটা ইতিহাস। কক্সবাজার জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রধান অতিথি থাকবেন।

এতে দেশের শীর্ষ অস্ত্রের কারিগর ও জলদস্যুরা দেড় শতাধিক অবৈধ অস্ত্র, প্রায় ২ হাজার গোলাবারুদ, ধারালো ভয়ংকর অস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন।

আকরাম হোসাইন এর আগে চ্যানেল টুয়েন্টিফোরে এবং বর্তমানে আনন্দ টিভির চট্টগ্রাম ব্যুরো’র দায়িত্ব পালণ করছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাহসী সাংবাদিক আকরাম হোসাইনকে। সাংবাদিকরাও দেশের স্বার্থে কাজ করছে এটাই জলন্ত উদাহরন।

এর আগেও গতবছর আকরাম হোসাইন ও বিএমএসএফ কক্সবাজারের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিহাদের মধ্যস্থতায় বিপুল সংখ্যক ইয়াবা কারবারিকে আত্ম সমর্পন করাতে সক্ষম হয়েছিলেন। কৃতজ্ঞতা আপনাদের প্রতি।

ন্যায় পরায়ন, কাজের প্রতি আন্তরিক, ত্যাগি ও সাহসী সাংবাদিক আকরাম হোসাইন অত্যন্ত সাহসিকতার সাথে জলদস্যু, মাদক কারবারি, অস্ত্রের কারিগর ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এই কাজের স্বীকৃতিস্বরুপ শীঘ্রই বিএমএসএফ’র পক্ষ থেকে তাকে সম্মানণা প্রদান করা হবে জানিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম‘র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক,আহমেদ আবু জাফর।

About admin

Check Also

আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল

আতিকুর রহমান রানা, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদ বীর কাশেমকে হত্যাকারীদের বিচার, আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের …

চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা …

চিলমারীতে নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *