সোমবার , মার্চ ২০ ২০২৩
Home / সারা দেশ / পহেলা ডিসেম্বর আলোচনা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে ;বিএমএসএফ **

পহেলা ডিসেম্বর আলোচনা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে ;বিএমএসএফ **

ঢাকা ২৫ নভেম্বর ২০১৯: প্রতি বছরের ন্যায় এ বছর ১ ডিসেম্বর বিকেলে বিএমএসএফ’র আয়োজনে দেশের সকল জেলা-উপজেলায় বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হবে। আয়োজন সফল করতে বিএমএসএফ’র সকল জেলা উপজেলা শাখাসমুহকে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থানীয় শাখা সমুহের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ/শহীদ মিনার/গুরুত্বপূর্ন স্থানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সুশীল সমাজ ও তরুনদের নেতৃবৃন্দের অংশগ্রহনে এ আয়োজন করা হবে।
মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর বিএমএসএফ’র আয়োজনে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহনে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রার আয়োজন করে আসছে। এ আয়োজনকে সারাদেশে ছড়িয়ে দিতে এবছর দেশের সকল শাখা সমুহ একযোগে ১ ডিসেম্বর আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ, র‌্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা ও রচনা প্রতিযোগিতার মাসব্যাপী নানা আয়োজন থাকবে।
এতে সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম বাড়বে। ফলে সাধারণ মানুষ এবং তরুনরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

About admin

Check Also

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

মানিকগঞ্জের ঘিওরে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মহসীন খান হীরা মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *