
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। রোববার রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলীগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলো- গুটলীগ্রামের আতিম উল্লাহর ছেলে রবিউল ইসলাম (১৫), রাসেল রানা (১৯) ও একই ইউনিয়নের হরিণধরা গ্রামের বানিজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান (১৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ‘রবি রৌমারী কুড়িগ্রাম’ নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করে আসছিল। এ নিয়ে রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম লাল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মমলা করেন। পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই কিশোরদের গ্রেপ্তার করে।
রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।