ফরিদপুর শহরে অবস্থিত টাইম ইউনিভার্সিটি বাংলাদেশের ছয়টি ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের দাবিতে ইউনিভার্সিটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেছেন।
সোমবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ইউনিভার্সিটির প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসের সামনে অবস্থান নেন।এ সময় থেমে থেমে তারা স্লোগান দিয়ে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেনের বিচার দাবি করেন।খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান।ইউনিভার্সিটির হাসিব নামে এক শিক্ষার্থী বলেন, সফলভাবে শিক্ষাগ্রহণ করলেও তারা কোনও সার্টিফিকেট পাননি। এখনও কোনও ধরনের চাকরিতে তাদের নেওয়া হচ্ছে না।তিনি বলেন, এর আগে এ নিয়ে আন্দোলন শুরু করলে ইউনিভার্সিটির চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেন আমদের পুলিশ দিয়ে আটক করে মিথ্যা মামলা দিয়েছেন। তিনি একজন প্রতারক। পাঠদানের অনুমোদন পাওয়ার আগেই তিনি আমাদের ভর্তি করিয়েছেন। এতে করে আমাদের ছয়টি ব্যাচের ছাত্র-ছাত্রীদের জীবন ধ্বংস হয়ে গেছে।ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর আলাউদ্দিন মোল্যা জানান, এসব বিষয়ে আমাদের চেয়ারম্যান হাইকোর্টে একটি মামলা করেছেন। সেই মামলার রায় পেয়েছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।