ওসমান গনি, (ঢাকাধামরাই),প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের জলসীনে ১০০ বছরের পুরাতন মন্দির সংস্কারের জন্য ৯০,৫০০ টাকা অনুদান দিলেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাকারিয়া দিপু। রবিবার (২৪ নভেম্বর) এই অনুদানের চেক প্রদান করা হয়।
ধামরাই উপজেলার যে কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে তন্মধ্যে জলসীন মন্দিরটি অন্যতম, উক্ত মন্দির সংস্কারের জন্য এই অর্থ প্রদান করা হলো।
মন্দির কমিটির সভাপতি প্রদীপ সরকার এই অনুদান গ্রহণ করেন। অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, জাকারিয়া দিপু, হৃদয় হোসেন, এনি চৌধুরী ওয়াসিম, রবিন খান রিজভী প্রমুখ।
এ সম্পর্কে জাকারিয়া দিপু বলেন,“বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অসাম্প্রদায়িক চেতনার বিকল্প নেই, দীর্ঘদিন মন্দির সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল।”