রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসা থেকে রত্না আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। স্বজনরা বলছেন, ভাইয়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, ধলপুরে কমিউনিটি সেন্টারের পাশের এলাকায় পরিবারের সঙ্গে থাকত রত্না। শনিবার সকাল ১১টার দিকে বড় ভাই সুমন তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে বকুনি দেন। একপর্যায়ে তিনি বোনকে চড় মারেন। এতে অভিমান করে রত্না নিজের ঘরে ঢুকে কাঁদতে থাকে। একপর্যায়ে দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তার ঝুলন্ত নিথর দেহ পান।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আরও আগেই তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, রত্নার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপুল এলাকায়। তার বাবার নাম রজ্জব আলী। রত্না তিন ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ। সে স্থানীয় একটি স্কুলের ছাত্রী ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কথাই জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।