বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
Home / খেলা-ধুলা / সাভারে মরহুম আহম্মদ আলী স্মৃতি ও জনাব জয়নাল চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ  অনুষ্ঠিত **

সাভারে মরহুম আহম্মদ আলী স্মৃতি ও জনাব জয়নাল চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ  অনুষ্ঠিত **

ওসমান গনি, আশুলিয়া প্রদতনিধিঃ

গতকাল সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে  পাড়াগ্রাম জনকল্যাণ সমিতির উদ্যোগে পাড়াগ্রাম জনকল্যাণ সমিতির মাঠে  বলিয়াদি ক্রিড়া চক্র  বনাম বন্ধু স্পোর্টিং ক্লাব এর মধ্যকার গোল্ড  কাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।ম্যাচে বন্ধু  স্পোর্টিং ক্লাবকে বলিয়াদী ক্রীড়া চক্র ০১ গোলে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন  হওয়ার গৌরব অর্জন করে । জনকল্যাণ সমিতির সফল সভাপতি কাইসার আরমানের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম শিমুল ও জনাব মাসুদ রানার এর পৃষ্ঠপোষকতায় উক্ত খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত  চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ ।
উক্ত খেলার উদ্বোধক হিসেবে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান  জয়নাল আবেদীন  এবং গোলাম মোস্তফা গুলু । খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিক ওসমান গনি ‘ ইন্জিনিয়ার  মোঃ জসিম  উদ্দিন, মোঃ আলমগীর হোসেন মধু,জনাব ইউনুস পালোয়ান,কাদির  সিকদার,ইন্জিনিয়ার সানোয়ার হোসেন পলাশ,শওকত হোসেন,আব্দুল হাকিজ আজম, মোঃ জসিম উদ্দিন,আব্বাস আলী মেম্বার এবং বেলায়েত  হোসেন মেম্বার প্রমুখ।
খেলা আয়োজক কমিটির মধ্যমনি  ছিলেন
জনাব কায়সার আরমান, নুরে আলম সিদ্দিকী,জনাব মাসুদ রানা, কহিনুর ইসলাম জলিল,নজরুল ইসলাম  শিশির,জাইদুর রহমান এবং  আব্দুল কাশেম প্রমুখ।
খেলা শেষে বিজয়ী  দলের মাঝে গোল্ডকাপ  এবং  রানার্সআপ হিসেবে এল ই ডি টিভি বিতরণ করা হয়
উক্ত খেলা  সঞ্চালনায় ছিলেন জনাব নজরুল ইসলাম শিশির, জনাব  সোহেল রানা এবং এস এম  দেলোয়ার হোসেন।

About admin

Check Also

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ছবি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও কাঁপছে। আর সেই কাঁপুনি ভালোভাবেই টের পেয়েছে …

ক্যারিবীয় দ্বীপে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ …

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *