গোলাম মাহবুব ,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন করা হয়েছে।দিবসটি উদ্যাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সোমবার সকালে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, সিডিডিএফ‘র নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে সফল জননী হিসেবে মোছাঃ হালিমা বেগম,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাঃ মমতাজ বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ধনেশ্বরী রাণী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মোছাঃ মোসলেমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোছাঃ লাল বানু বেগমকে সংবর্ধিত করা হয়।
