গোলাম মাহবুব,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে হযরত মুহাম্মদ(সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী সেই যুবককে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ উলিপুর পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০নভেম্বর সকাল ৮.১৭টায় (টুুধষ শঁসধৎ জধু) নামের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের ছবি ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটাক্ষ এবং তাঁর বিবিদের ব্যঙ্গ কার্টুন বানিয়ে ছবির উপরি অংশে ‘১৩ ডওঠঊঝ ঙঋ গঙঐঅগগঅউ” লিখে পোস্ট করা হয়। পোষ্টটি প্রকাশ পেলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা শুরু হয়। এরই পেক্ষিতে রোববার উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা এলাকার পল্লী চিকিৎসক উদয় সংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার(২৮) এর বিরুদ্ধে একই এলাকার মোঃ গোলজার হোসেন নামে এক ব্যাক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে চিলমারী থানায় মামলা দায়ের করে। সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ওয়েব সাইট এর মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মান হানিকর তথ্য প্রকাশ ও প্রচার করার অপরাধে অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
