
মাহফুজার রহমান মাহফুজ ,ফুলবাড়ী,কুড়িগ্রাম, প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে “সবাই মিলে গড়বো দেশ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য পুরনের লক্ষ্যে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০১৯” পালন করা হয়েছে।আজ ৯ ডিসেম্বর ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়ভিটা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় সততা সংঘ ও বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন জনাব খয়বর আলী মিয়া চেয়ারম্যান ৪ নং বড়ভিটা ইউপি ও সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি,জনাব শরীফ উদ্দিন প্রধান শিক্ষক,বড়ভিটা উচ্চ বিদ্যালয়,সহকারী শিক্ষক,জনাব সামসুজ্জামান মিয়া নিশান,জনাব তপন কুমার রায়,জনাব আমিনুর রহমান, জনাব আব্দুর রহিম পলাশ, হাকিমা আক্তার বাণু, স্বরস্বতী রাণী, জমিলা আক্তার, জনাব মোজাফফর হোসেন প্রধান শিক্ষক, বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
আরও উপস্হিত ছিলেন জনাব শাহজালাল মিয়া,জনাব এমদাদুল হক,জনাব শাহাজাদা মিয়া সদস্য বড়ভিটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।
দিবসটি পালনের মাধ্যমে ছাত্র -ছাত্র-ছাত্রীদের দুর্নীতির ক্ষতিকর দিকগুলো সর্ম্পকে সচেতন করা হয়।