
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারন সম্পাদক মাহামুদুল হাসান সোহাগের নাম ঘোষণা করা হয়।
অপর দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে পূর্ণ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব রুহুল আমীন বাবুলের নাম ঘোষণা করা হয়।
রবিবার (৮ডিসেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলায় এবং সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় কড়া নিরাপত্তা আর বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা চত্বর জেলা পরিষদ হলরুমে এবং সন্ধ্যায় হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন-হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্বাস আলী অপর দিকে পাটগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ চন্দ্র রায়।
সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলেনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন।
অপরদিকে বেলা ৪ টায় হাতীবান্ধা উপজেলার জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলেনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত নারী আসনের প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. সিরাজুল হকসহ জেলা ও উপজেলার অন্যান্য নের্তৃবৃন্দ।
আগের কমিটি বিলুপ্ত করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। এ সময় সমঝোতার মাধ্যমে হাতীবান্ধা উপজেলায় লিয়াকত হোসেন বাচ্চু ও মাহামুদুল হাসান সোহাগ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।
অপর দিকে পাটগ্রাম উপজেলায় পূর্ণ চন্দ্র রায়কে সভাপতি ও মো. রুহুল আমীন বাবুলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।