মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি
নারী শিক্ষার অগ্রদুত, অধিকার ও নারীজাগরনের পথিকৃত বেগম রোকেয়ার কারনেই নারীরা মর্যাদার মুখ দেখেছে। তার স্বপ্ন বাস্তবায়ন আমাদের লক্ষ্য। বেগম রোকেয়া দিবসে এমন কথাই জানালেন, লালমনিরহাটের বিশিষ্ট কবি সাহিত্যিক ও সমাজ কর্মী ফেরদৌসী বেগম বিউটি। তিনি আরও বলেন, নারীদের অধিকার বাস্তবায়নে তার ভূমিকাকে সমুন্বত রাখতে প্রধানমন্ত্রী অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করছে।
বেগম রোকেয়ার চেতনার বাস্তবায়নে আজ লালমনিরহাটেও যাথাযোগ্য মর্যাদায় পালিত হয় বেগম রোকেয়া দিবস। দিবসটি পালনে লালমনিরহাট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক হয়ে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এসে শেষ হয়। পরে ওই মিলানায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালমা জাহানের সভাপিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন ও ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। অনুষ্ঠানে নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ১০জন কর্মজীবী মহিলাকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।