
লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট-চরবসু সড়কের চরকাদিরা এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত কামাল হোসেন (৪৫) উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয়রা জানান, ফজুমিয়ারহাট থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা পাঁচ যাত্রীকে নিয়ে চরবসু বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাযাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাযাত্রী কামালকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।