গোলাম মাহবুব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলধীন রমনা ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ফেজ-৩’র ২টি প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এম.পি।
শুক্রবার বিকালে তিনি ব্রহ্মপুত্র নদ ঘেঁসা জোড়গাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রতিরক্ষা প্রকল্পের ৩ নং ফেজে মোট ১,২০০ মিটার এলাকার তীর রক্ষা প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রতিটি প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৩ লক্ষ টাকা প্রায়। প্রকল্পের কাজের মেয়াদ ২৮ নভেম্বর ২০১৯ইং হতে ৩১ মে’২০২১ইং তারিখ। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ডানতীর বরাবর উল্লেখিত কার্য এলাকায় প্রতিটি সাইডে ১ লাখ ৮ হাজার ১শত ৭৩ টি জিও ব্যাগ ফেলা হবে এবং সিসি বøক দিয়ে ডাম্পিং করা হবে।
আনুষ্ঠানিক ভাবে ফলক উদ্বোধনের পর নদীর তীরে তৈরী মঞ্চে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম মোঃ আরিফুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ্, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।