মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
Home / জাতীয় / চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প ফেজ-৩ এর উদ্বোধন **

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প ফেজ-৩ এর উদ্বোধন **

গোলাম মাহবুব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলধীন রমনা ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ফেজ-৩’র ২টি প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এম.পি।
শুক্রবার বিকালে তিনি ব্রহ্মপুত্র নদ ঘেঁসা জোড়গাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রতিরক্ষা প্রকল্পের ৩ নং ফেজে মোট ১,২০০ মিটার এলাকার তীর রক্ষা প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রতিটি প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৩ লক্ষ টাকা প্রায়। প্রকল্পের কাজের মেয়াদ ২৮ নভেম্বর ২০১৯ইং হতে ৩১ মে’২০২১ইং তারিখ। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ডানতীর বরাবর উল্লেখিত কার্য এলাকায় প্রতিটি সাইডে ১ লাখ ৮ হাজার ১শত ৭৩ টি জিও ব্যাগ ফেলা হবে এবং সিসি বøক দিয়ে ডাম্পিং করা হবে।
আনুষ্ঠানিক ভাবে ফলক উদ্বোধনের পর নদীর তীরে তৈরী মঞ্চে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম মোঃ আরিফুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ্, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।

 

About admin

Check Also

পোষ্য কোটা বাতিল না করলে এবার রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আজকের মধ্যে সব ধরনের পোষ্য কোটা …

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প ১৬ জেলায় আবেদন ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের …

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, তবে মুক্তি মিলছেনা

ভারতে অবৈধ প্রবেশের মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছে। তবে এই মামলায় জামিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *