বুধবার , মার্চ ২২ ২০২৩
Home / জাতীয় / রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক **

রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক **

রাজধানীর সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পাকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রুম্পার মরদেহের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ধর্ষণের আলামত মেলেনি। এখন এই প্রাথমিক প্রতিবেদনই পুলিশকে দেওয়া হবে। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

গত ৪ ডিসেম্বর বুধবার রাত ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর ভবনের সামনে থেকে রুম্পার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। থানায় হত্যা মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশের পরিচয় পাওয়া যায়।

রুম্পা হত্যা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দক্ষিণ বিভাগ তদন্ত করছে। সন্দেহভাজন হিসেবে শনিবার রুম্পার বন্ধু আব্দুর রহমান সৈকতকে আটক করার পর রোববার তাকে রুম্পা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওইদিন তাকে সাতদিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

About admin

Check Also

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।  (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর …

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বীমার অর্থের দাবিদারদের ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *