
মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ):
আজ (১৭ ডিসেম্ভর) চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন। শাবনূর এখন অস্ট্রেলিয়ায়ই স্থায়ীভাবে বসবাস
করলেও সম্প্রতি কয়েক মাস অস্ট্রেলিয়ায় কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেছেন। জন্মদিন নিয়ে
শাবনূরের তেমন কোন পরিকল্পনা নেই। এর কারণ হিসাবে মা ছাড়া পরিবারের অন্যান্যরা দেশের
বাইরে আছেন। তবে কাছের লোকজনের সাথে দিনটি পালন করবেন।
সকলেরই মনে আছে প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’
চলচ্চিত্রের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় নায়িকা শাবনূরের। এই চলচ্চিত্রে শাবনূরের
বিপরীতে অভিনয় করেন সাব্বির। এরপর জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহর সঙ্গে
জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে। একের
পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের স্বপ্নের নায়িকা শাবনূর।
এদিকে চলচ্চিত্রে শাবনূরের আপাতত ফেরা হচ্ছে না। কারণ হিসেবে শাবনূর বলেন, আমি শারীরিকভাবে
ফিট নই। সিনেমায় আমি দর্শককে অভিনয় দিয়ে মুগ্ধ করার চেষ্টা করেছি। এমন শারীরিক অবস্থায়
কোন সিনেমাতে অভিনয় করে আমার ভক্ত দর্শককে ঠকাতে চাইনা। যদি শারীরিকভাবে ফিট হতে পারি,
তখন না হয় নতুন কোন সিনেমায় অভিনয় করা যাবে। আপাতত নয়।’ শাবনূরের জন্মদিনে “চ্যানেল
ঊনসত্তর” বিনোদনের পক্ষ থেকে শুভেচ্ছা ।