মাহফুজার রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
৪৮ তম মহান বিজয় ও জাতীয় দিবস ১৬ ডিসেম্বর/১৯ উপলক্ষ্যে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিসের পক্ষ থেকে তাদের উপহার সামগ্রী ও সংশোধিত স্মার্টকার্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিনের সভাপতিত্বে এবং উপজেলা শ্ল্পিকলা এ্যাকাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোঃ মজিবর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ডাঃ মোঃ সদরুজ্জামান সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা,ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ মজনু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুল হক, মুক্তিযোদ্ধা আফছার আলী প্রমুখ।